নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে ফুলেল শু‌ভেচ্ছা

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য লন্ডন আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় সাংগঠ‌নিক স‌চিব মাসুদুর রহমানে‌র নেতৃত্বে শুভেচ্ছা জানা‌ন হয়।

সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-কে ফুল দিয়ে শু‌ভেচ্ছা ও বরণ করে নেওয়ায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠ‌নিক স‌চিব, টিভি২৪ বাংলা ও লিম ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মাসুদুর রহমা‌ন-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম।

উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবেও সুনামের সহিদ অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে মন্ত্রণালয়ের কার্যক্রম তত্ত্বাবধান ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সাথে সাথে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর