পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের। রাওয়ালপিন্ডি ও লাহোরে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এসিবি জানায়, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে স্থানীয় তিন ক্রিকেটারও ছিলেন। নিহত ক্রিকেটাররা—কবির, সিবগাতুল্লাহ ও হারুন—শরানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে এ হামলার শিকার হন।
বিবৃতিতে এসিবি আরও জানায়, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক শহীদদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে, যারা শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এটি আফগানিস্তানের ক্রীড়া সম্প্রদায়, অ্যাথলেট ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
সংগঠনটি আরও জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের ক্রীড়া সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে তারা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এটি চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। আগের সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ ও গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের খেলার কথা ছিল ১৭ ও ২৩ নভেম্বর।









