দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন সেনাবাহিনীর জিওসি আর্টডক লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হোক। রূপরেখায় সময়সীমাও নির্ধারণ করা আছে। আমরা বিশ্বাস করি, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই প্রত্যাশাতেই আছি।”
তিনি আরও বলেন, “সরকার যে রূপরেখা প্রণয়ন করেছে, তার ভিত্তিতেই সেনাবাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে, তবে সেখানে নির্বাচনী দায়িত্বকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা সবসময়ই বলি—‘We train as we fight।’ অর্থাৎ, বাস্তব পরিস্থিতির জন্যই আমাদের প্রশিক্ষণ।”
গত ১৫ মাস সেনাবাহিনী মাঠে থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময় ছিল। সহজ পরিস্থিতি নয়, তবুও সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন পর্যন্ত কিংবা তার কিছু পরেও আমাদের মাঠে থাকতে হতে পারে, তবে আমরা চাই নির্বাচনের পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাক।”
তিনি আরও যোগ করেন, “গত ১৫ মাসে সেনাবাহিনী যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছে, তা প্রশংসার দাবিদার। আমাদের লক্ষ্য সবসময় দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা।”









