নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়

ক্রীড়া প্রতিবেদক

নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ওপেনার এনামুল হক বিজয়। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলে বিজয়কে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের পর ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটি। এ ম্যাচটি আগামী বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরেন বিজয়। কিন্তু প্রত্যাবর্তনকে স্মরনীয় করে রাখতে পারেননি তিনি। তিন টেস্টের পাঁচ ইনিংসে মাত্র ৬২ রান করেন এই ডান-হাতি ওপেনার।

তারপরও বিজয়ের উপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। বিজয় ও আরও পাঁচজন ক্রিকেটার- ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ চারদিনের ম্যাচ খেলতে দু’টি পৃথক দলে ভাগ হয়ে আগামী ১৭ ও ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা পেসার হাসান মাহমুদ, ওপেনার নাইম শেখ, স্পিনার নাঈম হাসান এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহিদুল ইসলাম অঙ্কনও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে খেলবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর