নারায়নগঞ্জে মহাসড়কে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নারায়নগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শিমরাইল এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে থাকা মিনিবাসটিতে হঠাৎ অগ্নিকাণ্ড দেখা দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক সেখানে পার্কিং করে রাখেন। ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মিনিবাসটির সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *