নতুন কি নিয়ে ফিরছেন শাকিব খান?

বিনোদন প্রতিবেদক

তাণ্ডব মুক্তির পর অনেকদিন নতুন কোন খবর নেই ঢালিউড সুপারষ্টার শাকিব খানের। প্রায় এক মাস হতে চলল যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে যাওয়ার কিছু দিন পরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলী। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে তাদের নিয়ে নেতিবাচক আলোচনা-সমালোচনা।

চলতি মাসের শেষে দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার। সেপ্টেম্বর থেকে নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ঈদুল ফিতরে।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। সেখানে ভক্ত-অনুসারীদের একটি বার্তা দিয়ে অভিনেতা লিখেছেন— দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।

শাকিব বলেন, বিশ্বাস করুন- এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর