নতুন করে তিন রাজনৈতিক দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।”

ইসি সচিব আরও জানান, আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তীতে দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *