সামনেই দূর্জাপূজা। আর সে উৎসবকে ঘিরে জিভে জল কলকাতাবাসীর মাছে ভাতে বাঙালির ইলিশ মাছ ছাড়া খাওয়া দাওয়া ভাবাই যায় না। আর ইলিশ বলতেই ওপার বাংলার পদ্মার সুস্বাদু ইলিশ।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে কলকাতার ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২৯ জুলাই) ইলিশ রফতানির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিস্ ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে ইলিশ মাছ পাঠানো এবং সেখানকার চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা আছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে, আপনার সদয় হস্তক্ষেপের ফলে গত বছর আপনার অফিস ভারতে ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছিলেন। যার কারণে ‘এপার বাংলার মানুষ আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’ পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মাছপ্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার।
অনুরোধের চিঠিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের আসন্ন দুর্গাপূজা শুরু হওয়ার আগে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি।









