দাপুটে জয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

এবারের এশিয়া কাপ দারুণ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে হংকং। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। অংশুমান রথকে ৫ বলে ৪ রানে কট বিহাইন্ড করান তিনি। এরপর তানজিম হাসান সাকিব আক্রমণাত্মক স্পেলে দুই উইকেট নেন— বাবর হায়াতকে (১২ বলে ১৪) দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন এবং পরে জিসান আলিকে (৩৪ বলে ৩০) ফিরিয়ে দেন।

মোস্তাফিজুর রহমান মিড উইকেটে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নেন, যেটিকে ধারাভাষ্যকাররা বলেছিলেন “স্মার্ট ও সেরা প্রচেষ্টা”। এছাড়া রিশাদ হোসেনও দুর্দান্ত বোলিংয়ে শেষ দুই বলে দুটি উইকেট নেন। শেষদিকে তাসকিন দ্বিতীয় উইকেট তুলে নিলে হংকং থামে ১৪৩ রানে।

তাসকিন, তানজিম সাকিব ও রিশাদ— প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ রান করে ক্যাচ দেন। এরপর ১৮ বলে ১৪ রান করা তানজিদ হাসান তামিমও ফেরেন।

তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে দারুণ জুটি গড়েন লিটন দাস। কেবল ৩৯ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। তখন দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র ২ রান। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন হৃদয় (অপরাজিত), সঙ্গে ছিলেন জাকের আলী অনিক (০* রান)।

সারসংক্ষেপ

বাংলাদেশ: ১৪৪/৩ (১৮.৪ ওভার)
হংকং: ১৪৩/৭ (২০ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *