মনোনয়ন প্রক্রিয়া ঘিরে দলের ভেতরে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, সামনে কঠিন রাজনৈতিক লড়াই অপেক্ষা করছে, আর দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য হলো দল এবং ধানের শীষ। তাই প্রতীককে গুরুত্ব দিয়েই কাজ করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “সামনের সময় অত্যন্ত কঠিন। ঐক্য বজায় না রাখলে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে। আন্দোলনের সময় যেভাবে সাধারণ মানুষকে পাশে টানা হয়েছে, ঠিক সেভাবে দেশ গড়ার পরিকল্পনার বিষয়েও তাদের সম্পৃক্ত করতে হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করে বলেন, “দেশে এখন এমন একটি প্রচারণা চলছে—একজন বিশেষ ব্যক্তি ভালো, আর বাকি সবাই খারাপ। এটি গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক।”
একটি রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে তারা প্রচার করেছে—শুধু তারাই ভালো, অন্য সবাই খারাপ। ৫ তারিখের পরও মনে হয় সেই প্রচারণায় পরিবর্তন আসেনি।”
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, “দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থা থেকে বের হতে হলে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া উপায় নেই।”









