তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন

ষ্টাফ রিপোর্টার

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-র স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ডায়ালাইসিস চলাকালীন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রকিব হাসানের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর, যিনি প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মূর হোসেনের স্ত্রী।

লেখক রকিব হাসান কিছুদিন ধরে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও কিডনি বিকলজনিত সমস্যায় ভুগছিলেন।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। প্রথম বই প্রকাশ করেন ছদ্মনামে, আর নিজের নামে প্রথম অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’।

কিশোর পাঠকদের জন্য বই লিখে ও অনুবাদ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
গোয়েন্দা ও থ্রিলার গল্পে অনন্য এই লেখক ‘তিন গোয়েন্দা’ সিরিজের ১৬০টিরও বেশি বই লিখেছেন এবং আরও ৩০টির মতো অনুবাদ করেছেন।

লেখালেখির পাশাপাশি তিনি রহস্য পত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রকিব হাসানের মরদেহ আজ মঙ্গলবার বাদ এশা রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

বাংলা কিশোর সাহিত্যে এক অবিস্মরণীয় নাম হিসেবে রকিব হাসান চিরদিন বেঁচে থাকবেন তার সৃষ্টি “তিন গোয়েন্দা”-র মধ্যেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর