বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমরসানী বলেছেন, তারেক রহমানের সঙ্গে মৌসুমীর একটি স্থিরচিত্র থাকার কারণে তাঁরা অনেক রোষানলে পড়েছেন। এমনকি তাঁদের ব্যবসায়িক ক্ষতিও হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর একটি স্থিরচিত্র সম্প্রতি ফেসবুকে ছড়িয়েছে। এই স্থিরচিত্র নিয়ে নানা আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বললেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার বিকেলে এফডিসিতে এ প্রসঙ্গে কথা বলেন ওমর সানী।
এই স্থিরচিত্র প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে মৌসুমীর এ ছবিটি তোলা হয়েছে। সেদিন ওই অনুষ্ঠানে আমারও দাওয়াত ছিল। কিন্তু কক্সবাজারে শুটিং থাকায় আমি সময় বের করতে পারিনি। মৌসুমী একাই গিয়েছিল। সেদিনের অনুষ্ঠানে ববিতা আপা ও মান্না ভাইও কিন্তু ছিলেন।’
মঙ্গলবার দুপুরে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে পুনর্গঠিত সেন্সর বোর্ডের সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলন শেষে ওমর সানী বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেদিনের অনুষ্ঠানে তারেক সাহেব ও তাঁর স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন, মৌসুমীও সেখানে ছিলেন।’
কথা প্রসঙ্গে আসে সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামও। ওমর সানী বললেন, ‘বেনজীর সাহেব তখন র্যাবের প্রধান ছিলেন। নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন, তাঁদের কাছে নির্দেশ আছে, ছবিটি নাকি বিতর্কিত। আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাব। তখন আমি পরিবার নিয়ে ভীত হয়ে পড়ি। তার পর থেকে আমার পরিবার ও ব্যবসার ওপর তাঁরা ক্ষতি করতে চেয়েছেন। শুধু আমি একা নই, আমার কাছের মানুষগুলোও জানে, কতটা ব্যথিত হয়েছিলাম।’