টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা কি সত্যিই বিবাহিত। প্রবাসী এক সাংবাদিকের ফেসবুক ষ্ট্যাটাসের পর এমন প্রশ্ন উঠেছে নাট্য পাড়ায়। ঐ সাংবাদিক তার ফেসবুকে তিশার সন্তানের ছবি প্রকাশ করে বলেছেন, ‘সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করে। সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্রের সাথেই ছবিগুলো। তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সাথে থাকে।’
যদিও তিশা এ খবরকে মিথ্যা দাবি করে ফেসবুক ষ্ট্যাটাসও দিয়েছেন। বলেছন, ’যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব অসভ্যদের বলছি – এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিবো। যদি বাচ্চাকাচ্চা গুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।’

অন্যদিক তিশা ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা। সদ্যই টকশো- ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানেই প্রথম অতিথি হিসেবে তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ।
আর সেখানে গিয়ে তিশা জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি। টকশোতে জায়েদ তাকে প্রশ্ন করেন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? উত্তরে তিশা অকপটে জবাব দিয়ে বলেন, আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো। মা হবো।
এ ছাড়া তিশা আরও বলেন, দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।