ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি, আবেদনের শেষ ৭ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় ও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারির পরিবর্তে ৭ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ২৬ এপ্রিলের পরিবর্তে ১৭ মে বেলা ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটে আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন–সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সংশোধিত ভর্তি নির্দেশিকা আবেদনকারীদের দেখতে হবে।

এ ইউনিটের আবেদন ফি ৮৫০ টাকা। আবেদনের তথ্য/ছবি সংশোধনের শেষ দিন ১৪ এপ্রিল। প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২১ এপ্রিল, বেলা ৩টা থেকে পরীক্ষার ১ ঘণ্টা আগপর্যন্ত। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

AzadNews24.com is a trusted online news portal in Bangladesh, dedicated to delivering the latest news and special updates to its valued readers. Covering a wide range of topics including politics, economy, education, entertainment, sports, and international affairs, AzadNews24.com ensures accurate, timely, and engaging content for a diverse audience. With a strong commitment to journalistic integrity, the platform keeps its viewers informed 24/7 with real-time news and in-depth reports from across the country and around the world. Whether it’s breaking news or exclusive features, is your reliable source for staying updated.

সম্পাদক

শামীম আজাদ

স্বত্ব © ২০২৫ আজাদ নিউজ ২৪

অনুসরণ করুন