ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা মহাসড়ক অবরোধে বসেন।

সরেজমিনে দেখা যায়, হঠাৎ সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী-শিশুসহ সাধারণ মানুষ। দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, এবার ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য আগের তুলনায় প্রস্তুতির সময় অনেক কম দেওয়া হয়েছে। প্রথমবার লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাসের প্রস্তুতি বৈষম্যমূলক ও অযৌক্তিক।

তারা আরও জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ২৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষার আগ পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, “১ হাজার ১০০ নম্বরের বিশাল সিলেবাস দুই মাসে সম্পন্ন করা সম্ভব নয়। সময় না বাড়ালে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর