ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে মানুষের মাঝে হালকা আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬, আর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।
ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস)ও ভূমিকম্পটির মাত্রা ৩ দশমিক ৬ বলে নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে ঢাকা ও আশপাশ এলাকা চার দফা ভূমিকম্পে কেঁপে ওঠে। এর তিনটির কেন্দ্র ছিল নরসিংদী ও একটি ছিল ঢাকার ভেতর। এর আগে শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) টানা তিনবার ভূমিকম্প অনুভূত হয়।









