শাহারুল ইসলাম

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

ষ্টাফ রিপোর্টার

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে রাজধানীতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শিশুমেলা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি ওই থানার হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমামুল হক।

ওসি ইমামুল হক বলেন, “খবর পাই স্থানীয় জনতা সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করেছে। আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

অন্যদিকে যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবারই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

শাহারুল ইসলামের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতেন। স্থানীয় পর্যায়েও তিনি দলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, “আমরা খবর পেয়েছি শাহারুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *