প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দাঈ ড. জাকির নায়েক। তাঁর এ সফরকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ।
আলী রাজ জানান, আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. জাকির নায়েকের সফরের সম্পূর্ণ সময়সূচি ও অনুষ্ঠানস্থল ঘোষণা করা হবে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে আমরা শুধু রাজধানীতেই নয়, ঢাকার বাইরেও একাধিক স্থানে তাঁর বক্তৃতা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছি।”
এ সফর সম্পর্কে আলী রাজ আরও বলেন, “ড. জাকির নায়েকের এই আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে অনুষ্ঠিত হবে, যাতে ইসলামের সঠিক বার্তা মানুষকে জানানো যায়।”
উল্লেখ্য, ড. জাকির নায়েক আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তাঁর বক্তৃতা ও আলোচনাগুলো বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।









