ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না, বরং প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন নতুন রোগী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের বাইরে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল (১২৫), চট্টগ্রাম (১০৬) ও ঢাকার বাইরে জেলা শহরগুলোতে (২১৪ জন)। ঢাকার মধ্যেও আক্রান্তের হার বেশি—ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন এবং দক্ষিণ সিটিতে ১২৮ জন নতুন করে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৬, ময়মনসিংহে ১৯, রংপুরে ৪৭ এবং সিলেটে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

একদিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

এ নিয়ে চলতি বছর (২০২৫ সালে) ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৮ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ হাজার ২৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৭৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে এ বছর মোট ৫৩ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সাল ছিল ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর—সে বছর প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন, আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান মৌসুমে মশার ঘনত্ব ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেঙ্গুর ঝুঁকি এখনো উঁচু পর্যায়ে রয়েছে। তাই তারা দ্রুত লার্ভা নিধন ও সচেতনতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর