ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলা হয়েছে। তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দুপুর ২টা থেকে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেলে ৫টা পর্যন্ত চলে। ভোট গণনা চলাকালে বাইরে নেতাকর্মীরা পছন্দের প্রার্থীকে জেতার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৭টার পরও ফলাফল দিতে তালবাহানা করায় বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে মিছিল করেন।
তাদের অভিযোগ, ভেতরে যারা দায়িত্বে ছিলেন তারা মৌখিকভাবে জানান ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধা টিএম মাহবুবুর রহমান। তারপরও উদ্দ্যেশ্যমূলকভাবে ঘোষণা না দিয়ে তালবাহানা করছিলেন। ফলে এ পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।