আগামী ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক মুহূর্ত। জনগণের উপস্থিতি ও সম্পৃক্ততা বাড়াতে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেবেন।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি ১৫ অক্টোবর, বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন তা অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে।









