জাতীয় নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের কড়া বার্তা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ বলে উল্লেখ করে বিএনপিকে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তবে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।’

আসন্ন নির্বাচন নিয়ে তারেক রহমান আরও বলেন, ‘অনেকে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। এখন তারা বুঝতে পারছেন—পরিস্থিতি কতটা কঠিন হতে পারে।’

তিনি জানান, বিএনপির দেশ পুনর্গঠনের পরিকল্পনা দলীয় হলেও তা প্রণীত হয়েছে দেশের মানুষের কল্যাণ বিবেচনায়। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরির আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘নেতাকর্মীরা যদি এই পরিকল্পনা নিয়ে মানুষের দুয়ারে না যান, তবে অন্যান্য রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে সর্বোচ্চ আন্তরিকতা ও ঐক্য নিয়ে কাজ করতে হবে।’

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণে এ ঘোষণা দেন সিইসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *