নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ (৩৫) নামে এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোরের দিকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে স্থানীয় মেসবাহউদ্দিন ও তার সহযোগীরা পারভেজকে আটক করেন। পরে তাকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। নির্যাতনে তার মৃত্যু হলে মরদেহ রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, পারভেজ কোনোভাবেই চুরি করতে পারে না। তিনি পেশায় নির্মাণশ্রমিক। রাতে বাসার সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ভিত্তিহীন অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।









