চবিতে মদ তৈরির গোপন কারখানা, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গোপন অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ, মদ তৈরির সরঞ্জাম এবং বন্য প্রাণী শিকারের অস্ত্র উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি। অভিযানে দুইজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর এক নারীকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি দল জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস এলাকার ব্রিজের উত্তর পাশের একটি ঘরে অভিযান চালায়।

অভিযানে সুমন চাকমা ও তাঁর এক সহযোগীকে আটক করা হয়। জানা যায়, সুমন প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরের জমিতে বসবাস ও কৃষিকাজ করে আসছিলেন। টিনের ছোট্ট ঘরের পেছনের লম্বা বারান্দাকে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বাংলা মদ তৈরি করতেন।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘনঘন যাতায়াত এবং কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি নিরাপত্তা কর্মীদের সন্দেহে ফেলে। কয়েক দফা গোপন নজরদারি শেষে সোমবার রাত ১২টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ঘরটি ঘিরে ফেলার পর সুমন চাকমা ও তাঁর সঙ্গে থাকা নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সুমন জানান, ওই নারী তাঁর স্ত্রী নন। তল্লাশিতে ঘরের পেছনে গড়ে তোলা মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম মদ, ৫ লিটার ডেক্সি, ডেলিভারির জন্য প্রস্তুত বোতল এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। মদ বিক্রির হিসাববইও জব্দ করা হয়েছে। পরে রাত আড়াইটার দিকে আটক নারীকে ছেড়ে দেওয়া হয়।

সহকারী প্রক্টর কানন আরও জানান, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে মদ তৈরির ব্যবসা পরিচালনার ঘটনায় সংশ্লিষ্ট লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া অনুমতিহীনভাবে গাছ কাটার অপরাধে লিজগ্রহীতাকে আর্থিক জরিমানা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর