পটুয়াখালী সদর উপজেলার সেয়াকাঠি গ্রামে ঘুমন্ত অবস্থায় মোশারেফ খান (৪৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ২টা থেকে ৩টার মধ্যে। নিহত মোশারেফ খান ওই গ্রামের হানিফ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারেফ খান পেশায় একজন অটোচালক ছিলেন। ঘটনার রাতে তিনি নিজ ঘরের এক কক্ষে ঘুমিয়ে ছিলেন, অন্য কক্ষে ঘুমাচ্ছিলেন তার স্ত্রী ও মেয়ে। আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
তার স্ত্রী ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোশারেফকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, পুলিশ এখনও সেখানে অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”









