আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ আহ্বান জানান।
সংলাপে সিইসি বলেন, “খুব শিগগির আমরা নির্বাচনের মুখোমুখি হবো। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য। কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায়।”
তিনি আরও জানান, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ বিবেচনায় নেওয়া হবে এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালিত হলে নির্বাচনের মান বজায় থাকবে।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সংলাপে সভাপতিত্ব করেন সিইসি নাসির উদ্দিন।
ইসি সূত্র জানায়, দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হয়।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দফায় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। আজ অনুষ্ঠিত হলো এ সংলাপের দ্বিতীয় দিন।









