গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় হঠাৎ করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাবারের বিরতির পর একে একে শ্রমিকরা অচেতন হওয়া, মাথা ঘোরা, বমি ভাব ও মুখ দিয়ে লালা বের হওয়ার উপসর্গে আক্রান্ত হতে থাকেন। পরে তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে পর্যাপ্ত সিট না থাকায় অনেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। একসঙ্গে এত রোগী এসে পড়ায় চিকিৎসা সেবায় চাপ তৈরি হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় কারখানার প্রধান ফটক, টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ও আশপাশের এলাকায় শ্রমিক, স্বজন ও স্থানীয়দের ভিড় দেখা গেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

অসুস্থ শ্রমিকদের কয়েকজন জানান, লাঞ্চ শেষে প্রথমে কয়েকজন মাথা ঘোরা অনুভব করেন। পরে একে একে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত সংখ্যাটি বাড়তে থাকায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে— কেউ দৌড়ে বাইরে বের হয়ে যান, কেউ সরাসরি হাসপাতালে চলে আসেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রোমানা আক্তার বলেন, “দুপুরের পর হঠাৎ করেই অসংখ্য শ্রমিককে অচেতন অবস্থায় আনা হচ্ছে। কারও মুখ দিয়ে লালা বের হচ্ছে, কেউ পড়ে যাচ্ছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। তবে এত শ্রমিক একসঙ্গে অসুস্থ হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ জানান, শ্রমিকরা কীভাবে অসুস্থ হলেন, এর পেছনে খাদ্যদূষণ, গ্যাস লিকেজ বা অন্য কোনো কারণ আছে কি না— সব দিকই তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর