গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনসেড কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কলোনির একটি রুম থেকে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, “টিনসেড কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। ভেতর থেকে কিছুই বের করতে পারিনি।”
আগুনে সব হারানো পোশাকশ্রমিক শাহ আলম বলেন, “অফিসে থাকতেই খবর পাই বাসায় আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি সব পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।”
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, এলাকাটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।









