গাইবান্ধায় জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়ালের আঘাতে আপেল মাহমুদ নামে স্থানীয় এক জামায়াত নেতা আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী হিসেবে স্থানীয় যুবক হাসানের নাম উঠে এসেছে, যাকে এলাকাবাসী ছাত্রলীগের কর্মী দাবি করেছেন।

আহত আপেল মাহমুদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা এবং পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। অভিযুক্ত হাসানও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রাতের ওই সময়ে হাসান আপেল মাহমুদের ওপর হামলা চালান এবং হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তার বাঁ হাতে গুরুতর আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আব্দুল মতিন বলেন, “হাসান চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদকে আঘাত করেছে। আমরা তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখাতে দেখেছি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে। তিনি আরও জানান, হামলাকারী ছাত্রলীগ কর্মী কিনা তা এখনও নিশ্চিত নয় এবং কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর