গাইবান্ধায় চা দোকানিকে গলা কেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম (আলস) সরদার নামে এক চা দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম (৪৫) রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে। তিনি শিবপুর বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় দোকান বন্ধ করার পর মহিদুল বাড়ি ফেরেননি। সকালে রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর