খুলনায় সাবেক এমপি মিজান জেলগেট থেকে ফের গ্রেফতার

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় তাকে জেলা কারাগারের সামনে থেকে ডিবি’র কার্যালয়ে নেওয়া হয়।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, আদালত থেকে সব মামলায় তিনি জামিন পেয়েছেন।

জামিনের যাবতীয় কাগজপত্র হাতে পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে তিনি মুক্ত হন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। রায়ের পর থেকে তিনি ঢাকা কাশিমপুর কারাগারে ছিলেন। এ বছরের ২৩ মে তাকে কাশিমপুর থেকে খুলনা কারাগারে আনা হয়।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে জামিনের পর তাকে কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গেল বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেফতার দেখানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *