খুলনায় প্রবাসী যুবককে গুলি করে হত্যা, আতঙ্কে এলাকাবাসী

খুলনা প্রতিনিধি

খুলনায় রাতে খাবার কিনতে বাড়ি থেকে বের হয়ে গুলিতে নিহত হয়েছেন এক প্রবাসী যুবক। নিহতের নাম সোহেল হাওলাদার (৪৫)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার ওই এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার কেনার উদ্দেশ্যে সোহেল বাড়ি থেকে বের হয়ে নৈহাটি বাজারে যান। বাজার থেকে ফেরার পথে বাড়ির অদূরে পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহতের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, ‘সোহেল রুটি ও দই কেনার জন্য বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া অন্তত আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লেগেছে।’ তিনি জানান, হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।’

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খুলনা জেলা ও মহানগরে অস্ত্রবাজি ও খুনের ঘটনা বেড়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, গত এক বছরে শুধু নগরীতেই ৩৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর