বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারত যেকোনোভাবে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত— যেভাবে পারি।”
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি জানান, এটি চীনের প্রাথমিক মেডিকেল দল; মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। ডাক্তাররা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। গণমাধ্যমে যেসব খবর প্রচারিত হচ্ছে, সেগুলো যাচাই করে নিতে হবে— কেউ বিভ্রান্ত হবেন না।”
তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সাংবাদিকদের বলেন, “এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে কেউ গুজবে কান দেবেন না।” তিনি আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত আছেন এবং পরিস্থিতি আগের মতোই স্থিতিশীল।









