বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার—এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকলেও তাঁর চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকেও নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
মাহদী আমিন লিখেছেন, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসার প্রতিটি ধাপ তদারকি করছেন। কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা যেন না থাকে—সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তারেক রহমান।
তিনি জানান, প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে এলেও সংক্রমণ ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই তারা উদ্বেগ ও ভালোবাসা প্রকাশ করছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যে লন্ডনের হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আধুনিক চিকিৎসা শেষে আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করতে সক্ষম হবেন।
এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানান, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা হলে তাঁকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা ইতোমধ্যে রাখা হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নিয়মিত হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিচ্ছেন।









