খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির নেতারা

ষ্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার পর তারা হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

এদিকে, এর আগের দিন শুক্রবার (২৮ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হালনাগাদ জানতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তিনি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে উপস্থিত হন।

বিএনপির পক্ষ থেকেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং মির্জা আব্বাস গভীর রাত পর্যন্ত হাসপাতালে থেকে দলের প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার তার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকেরা জানান, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন। ফেরার পর থেকে তাকে একাধিকবার শারীরিক জটিলতার কারণে হাসপাতালে যেতে হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর