মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ক্ষমতায় গেলে সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়বে বিএনপি : ফখরুল

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল জানান, তিনি গুরুতর অসুস্থ এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান প্রসঙ্গে মহাসচিব বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের দীর্ঘ পথ পেরিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, রেজা কিবরিয়ার যোগদান তা আরও শক্তিশালী করবে। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের আলোচনায় বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তা দেশ পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে—এতে বিএনপি আশাবাদী। জনগণের অংশগ্রহণই নির্ধারণ করবে আগামী সংসদের রূপ ও নেতৃত্ব।

তিনি আরও বলেন, জনগণ সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়তে সক্ষম হবে। দলের অতীত প্রশাসনিক অভিজ্ঞতা নতুন বাংলাদেশ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রেজা কিবরিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, শুধু নিজ এলাকায় নয়, সারা দেশেই তার প্রভাব আছে। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর