কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টেলিভিশন চুরি করে নিয়ে পালিয়েছে এক পর্যটক। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি লোটাস’ থেকে অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটে।
হোটেল কর্তৃপক্ষ বলছে, হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম শাওন রানা এবং তার বাবা আনোয়ার হোসেন এবং খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা। তিনি ও তার ব্যবসায়ী বন্ধুরা থাকবে বলে হোটেলের চারটি কক্ষ ভাড়া নেন।
হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় বলেন, পর্যটক পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি বলেন, তার সঙ্গে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। এরপর সন্ধ্যার আগ মুহূর্তে প্রতিদিনের ন্যায় আমি বিশ্রামে গেলে এই ফাঁকে টেলিভিশনগুলো নিয়ে তিনি চলে যায়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি রুমে না আসায় ডায়রিতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখি চারটি রুমের টেলিভিশন নেই। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে গেছেন।