দিন দিন বাড়ছে সাইবার অপরাধীদের দৌরাত্ম্য। আকছার হ্যাকার হানায় গায়েব হচ্ছে ফোনে থাকা তথ্য। মুঠোর মধ্যে থাকা ডিভাইসে যে ম্যালঅয়্যার ঢুকেছে, সেটা জানার কিন্তু কিছু সহজ উপায় রয়েছে। ফলে একটু সতর্ক হলেই হ্যাকারদের তথ্য চুরির হাত থেকে বাঁচতে পারেন ব্যবহারকারী। আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।
গ্যাজেট বিশ্লেষকদের দাবি, ম্যালঅয়্যারে ফোন আক্রান্ত কি না সেটা বুঝতে পারার সহজতম উপায় হল দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া। গ্রাহক সে ভাবে ফোন ঘাঁটাঘাঁটি করছেন না, অথচ দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে— এই ঘটনা সন্দেহজনক। সাধারণত ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ্লিকেশন চলতে থাকলে দেখা দেয় এই সমস্যা।
তা ছাড়া যখন-তখন ফোন অস্বাভাবিক গরম হয়ে গেলেও গ্রাহকের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এটাও সাধারণত ম্যালঅয়্যারের জন্যেই হয়ে থাকে। ফোনের ব্যাকগ্রাউন্ডে সেটা সব সময়ে চললে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ডিভাইসের তাপমাত্রা। একই ভাবে ইন্টারনেট বেশি খরচ হওয়া বা ঘন ঘন বিজ্ঞাপন আসার উপরেও নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। এ ছাড়া ম্যালঅয়্যারের জন্য বার বার হ্যাং করতে পারে ফোন।
ম্যালঅয়্যার থেকে বাঁচার বেশ কিছু উপায় রয়েছে। গ্রাহকের যদি নজরে এমন কোনও অ্যাপ্লিকেশন পড়ে যা তিনি ইনস্টল করেননি, তা হলে সঙ্গে সঙ্গে সেটাকে বাতিল করতে হবে। এ ছাড়া মাঝেমধ্যে ফোনের কললিস্ট পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন গ্যাজেট বিশেষজ্ঞেরা। সেখানে কোনও অচেনা নম্বর থাকলে দ্রুত সেটিকে বাতিল করতে বলেছেন তাঁরা। এ ছাড়া ফোনে অদ্ভুত মেসেজ আসা শুরু করলে অবশ্যই সতর্ক হতে হবে। এই ধরনের ক্ষেত্রে সার্ভিস সেন্টারে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেশন নতুন করে ইনস্টল করা ভাল, বলছেন বিশ্লেষকেরা।