কারামুক্ত হলেন শমী কায়সার

বিনোদন প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।

গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তারের পর থেকে কারাগারেই ছিলেন।

এরপর উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর