রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে, আর অতিরিক্ত পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুতই নেভানোর প্রচেষ্টায় মোট ১৬টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বাকি ইউনিটগুলোও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একইসঙ্গে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।









