সালাহউদ্দিন আহমদ

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ

ষ্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হয়েছে, ৪৮টি দফা নিয়ে গণভোট হবে, কিন্তু সে বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিন ধরে এত বৈঠক ও সংলাপ কেন করা হলো—এ প্রশ্ন এখন স্বাভাবিকভাবেই উঠছে।”

তিনি আরও বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হওয়ার কথা ছিল, সেগুলোর বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনের মূল দলিল কার্যত অনুপস্থিত, পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্তি ও অনৈক্যের দিকে ঠেলে দেবে। তাদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য এখনও অস্পষ্ট।”

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে তিনি বলেন, “জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারা উচিত—এটাই যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আশ্চর্যের বিষয়, অন্য একটি রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন করেছে, যা বিএনপির প্রত্যাশার পরিপন্থী।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে—এটাই আমাদের আশা। তবে কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *