বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি সমস্যার’ কারণে ফ্লাইট দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও লন্ডনভিত্তিক চিকিৎসক ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে বলেন, “কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বিলম্ব হবে। বিমানটি কাতার থেকে উড্ডয়নের পর সময়সূচি সম্পর্কে সবাইকে জানানো হবে।”
বিএনপি সূত্র জানিয়েছে, ঢাকায় পৌঁছে জুবাইদা রহমান সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে যোগ দেবেন এবং খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে যাবেন। পুরো প্রক্রিয়া মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশে রওনা দিতে শুক্রবার সকাল ১০টার পর সময় লাগতে পারে। জুবাইদা ঢাকায় পৌঁছানোর পরই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে, ফলে অতিরিক্ত কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা শুক্রবার সকালে তাকে লন্ডনে নেওয়া হবে। দেশের ভেতর ও বাইরে থাকা কয়েকজন চিকিৎসকও তার সঙ্গে যাবেন।”









