এবার শাকিবের নায়িকা পাকিস্তানের হানিয়া আমির

বিনোদন প্রতিবেদক

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হানিয়া শিগগিরই ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেই সফরেই সিনেমাটির বিষয়ে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল ও বাংলাদেশের তানজিন তিশার নাম শোনা গেলেও বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন হানিয়া। জানা গেছে, প্রযোজক ও পরিচালক ইতোমধ্যেই শাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন।

তবে শুধু হানিয়াই নন, সিনেমাটিতে মোট তিনজন নায়িকা থাকবেন। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, দুটি চরিত্র হবে কেন্দ্রীয়, আরেকটি চরিত্রে দেখা যাবে এক নতুন মুখকে। ফলে দর্শক একসঙ্গে পরিচিত তারকা ও নতুনত্বের মিশ্রণ পাবেন।

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর