গাজীপুর ও বগুড়ার পর এবার কিশোরগঞ্জেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি এবং একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের যশোদল শাখায় মুখোশধারী দুর্বৃত্তরা আগুন দেয়।
মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।









