ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা ঘোষণা করেন। তবে আলোচনায় থাকা রিকশাচালক সুজনের নাম এবারও নেই। জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন তিনি।
ঢাকা-৮ আসনে (মতিঝিল–শাহজাহানপুর–রমনা) এনসিপির প্রার্থী হতে গত ২০ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সুজন। যদিও প্রাথমিক তালিকায় তার নাম নেই, তবু আসনটি এখনো ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছে দল।
এনসিপির নেতাদের মতে, পর্যায়ক্রমে সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫টি আসনের নাম প্রকাশের পর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত আসন বণ্টন করা হবে। চলতি মাসেই সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করার লক্ষ্য তাদের।
প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় নেতারা আরও জানান, ঘোষিত তালিকায় কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি জুলাই চেতনায় বিশ্বাসী এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানানো হবে এনসিপির পক্ষ থেকে।









