এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

ষ্টাফ রিপোর্টার

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের দেওয়া তথ্যমতে, প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ফলে সোয়া ১২ লাখ শিক্ষার্থী এখন ফলাফলের অপেক্ষায় আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর