ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি লেখক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। মুক্তির পর তিনি টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৬৯২১ ফ্লাইটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ইসরায়েল থেকে ইস্তাম্বুল যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, তুর্কি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৬৯২১ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে শহিদুল আলমের মুক্তি ও দেশে ফেরার প্রক্রিয়ায় সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মানবাধিকার রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শহিদুল আলম। তার মুক্তিকে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।









