ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, ইমাম-খতিবদের ন্যায়সঙ্গত প্রাপ্য নিশ্চিত করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সমাজে ভিন্নমত যেন বিভাজন বা ফেৎনার জন্ম না দেয়—সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক ভূমিকা রাখতে হবে। তিনি দাবি করেন, ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে বিএনপি সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কখনও কখনও ইসলামি স্কলারদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, যা ভুল ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর