ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ হৃতিক-এনটিআরের!

বিনোদন প্রতিবেদক

ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন বলিউড তারকা হৃতিক রোশন এবং দক্ষিনী সুপারষ্টার জুনিয়র এনটিআর। সম্প্রতি মুক্তি পেয়েছে এ জুটির নতুন ছবি ‘ওয়ার ২’। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপরই দুজন দুজনকে আনফলো করেছেন বলে মনে করা হচ্ছে।

অবশ্য দুই অভিনেতার মধ্যে আদৌ কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা জানার উপায় নেই। তবে হৃতিক এখনও ওয়ার ২-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সহ-অভিনেত্রী কিয়ারা আদভানিকে ফলো করছেন।

শুধু তাই নয়, অতীতে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই এখনও রয়েছেন তার ‘ফলোয়িং’ তালিকায়। মজার বিষয় হল, হৃতিকের বাবা রাকেশ রোশন এখনও ইনস্টাগ্রামে জুনিয়র এনটিআরকে অনুসরণ করছেন।

অয়ন পরিচালিত ‘ওয়ার ২’ ৪০০ কোটির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। প্রথম দিনেই ৫২ কোটি টাকার ভালো ওপেনিং সত্ত্বেও সেই সাফল্য ধরে রাখতে পারেনি। অনেকে মনে করছেন, সেই কারণেই সম্পর্কের তাল কেটেছে দুই নায়কের।

‘ওয়ার ২’ ঘোষণার পর থেকে হৃতিক এবং জুনিয়র এনটিআরের বন্ধুত্ব ছিল দেখার মতো। সুযোগ পেলেই একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিতেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর