আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি। ওই আসামির নাম বাদল হোসেন মুন্না (২১)। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের একটি মামলা আছে।
আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ এমন ঘটনা ঘটে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রাশিদুল ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। রাশিদুল বলেন, ওই আসামিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।









